রাত ১টা ছুঁই ছুঁই, চারোদিক সুনশান নিরভতা, দূরগ্রাম থেকে একটু পর পর ভেসে আসছে দু-একটি কুকুরের ঘেঁও ঘেঁও আওয়াজ। আর পাশের ডোবায় ব্যাঙের পেঁ-ফুঁ ডাক, মনে হচ্ছে বৃষ্টি নামবে, যদিও আকাশ চাঁদের আলোয় ঝলমল করছে। জনমানব শূন্য যাত্রী ছাহনীর টেবিলে বসে কাঁদছে এক ...